ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ডাউনলোড স্পিডে বিশ্বে ভারতে স্থান ১০৯তম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
ডাউনলোড স্পিডে বিশ্বে ভারতে স্থান ১০৯তম ডাউনলোড স্পিড

কলকাতা: মোবাইলে ইন্টারনেট ডাটা ব্যবহারের ভারত বিশ্বে বৃহত্তম স্থান হলেও নেট মারফত ডাউনলোড স্পিডে এখনও ১০৯তম স্থানে পরে রয়েছে ভারত। সম্প্রতি প্রকাশিত উকলার স্পিড টেস্ট’র এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে আসে।

এ ক্ষেত্রে মোবাইল ইন্টারনেট ডাউনলোড স্পিডে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। তাদের স্পিড ৬২ দশমিক ০৭ এমবিপিএস।

ভারতে রিলায়েন্স জিও শুরু হওয়া ডেটাযুদ্ধের পরিপ্রেক্ষিতে এ প্রতিবেদন প্রাকাশ পায়।

গত বছরের ডিসেম্বরে নীতি আয়োগের (পলিশি কমিশন) চিফ এগজিকিউটিভ অমিতাভ কান্ত বলেছিলেন, ডেটা ব্যবহারের নিরিখে ভারত বিশ্বে প্রথম। পরিমাণ ১৫০ কোটি গিগাবাইট। যা আমেরিকা ও চীনের যৌথ ডেটা ব্যবহারের থেকেও বেশি।  

আমেরিকার তথ্য অনুযায়ী উকলার স্পিড টেস্ট তার প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭ সালের নভেম্বর মাসে ৮ দশমিক ৮০ এমবিপিএস তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৯ দশমিক ০১ এমবিপিএস ভারতের মোবাইল ইন্টারনেট ডাউনলোড স্পিড বাড়লেও সেরকম উন্নতি ঘটেনি। ১০৯তম স্থানেই পরে রয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে পরিচিত ভারত।

তবে, ফিক্সড লাইন অর্থাৎ কেবল দিয়ে ব্রডব্যান্ড ডাইনলোড স্পিডে উন্নতি হয়েছে ভারতের। সেক্ষেত্রে গত বছরের ৭৬তম স্থান থেকে এ বছর ফেব্রুয়ারিতে ৬৭তম স্থানে উঠে এসেছে ভারত। সেক্ষেত্রে ডেটা ডাউনলোড স্পিড বেড়ে হয়েছে ২০ দশমিক ৭২ এমপিএস।  

এক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে রেখেছে সিঙ্গাপুর। তাদের ডাউনলোড স্পিড ১৬১ দশমিক ৫৩ এমবিপিএস।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।