কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রিন্ট মিডিয়াগুলোর ওপরে কড়া নজরদারি থাকে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার।
নিউজপোর্টাল ছাড়াও নজরদারিতে থাকছে ডিজিটাল ব্রডকাস্টিং ও বিনোদনের সাইটগুলোও। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর কন্টেন্টের ওপর নিয়ন্ত্রণ থাকবে প্রোগ্রাম অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট কোডের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইন মিডিয়ার জন্য কমিটির পক্ষ তৈরি করা হবে একটি নতুন পলিসি।
১০ সদস্যের কমিটিতে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয়সহ ইলেক্ট্রনিক্স, আইটি, আইন বিষয়ক মন্ত্রাণালয় এবং শিল্প নীতি ও প্রচার বিভাগের সচিবরাও।
থাকছেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ব্রডকাস্টার্স ফেডারেশনের প্রতিনিধিরাও।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
ভিএস/জিপি