ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

মঞ্চ ভেঙে পড়ে গেলেন নুসরাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ৮, ২০১৯
মঞ্চ ভেঙে পড়ে গেলেন নুসরাত নির্বাচনী প্রচারণায় নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

কলকাতা: অল্পের জন্য রক্ষা পেলেন পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও অভিনেত্রী নুসরাত জাহান। নির্বাচনী প্রচারণার সময় মঞ্চ ভেঙে পড়ে যান তিনি।

বুধবার (০৮ এপ্রিল) পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিজ কেন্দ্রের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অন্য কেন্দ্রের প্রার্থীদের হয়েও প্রচারণায় অংশ নিচ্ছেন নুসরাত।

বুধবার ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে গোয়ালতোড়ের জোয়ারডাঙা হাইস্কুল মাঠে নির্বাচনী প্রচারণা সভায় অংশ নেন তিনি।

স্বাভাবিক ভাবেই রুপালি পর্দার এ জনপ্রিয় অভিনেত্রীকে দেখতে ব্যাপক জনসমাগম হয় মাঠটিতে। এলাকার তৃণমূল সমর্থক ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ নুসরাতকে দেখতে সেখানে উপস্থিত হন।

নুসরাত মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে মানুষজন তার ছবি তুলতে একেবারে সামনে চলে আসেন। বাধ্য হয়েই মঞ্চের ওপর উঠে পড়েন পুলিশ ও স্থানীয় নেতারা। একপর্যায়ে ভেঙে পড়ে মঞ্চটি।

ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ সদ্য রাজনীতিতে নাম লেখানো এ অভিনেত্রীকে উদ্ধার করে। তার গুরুতর কোনও আঘাত লাগেনি বলে জানা গেছে।  

ওভারলোড নাকি নির্মাণত্রুটির কারণে মঞ্চ ভেঙে পড়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন।

ভারতে ভিড়ের চাপে মঞ্চ ভেঙে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। গত নির্বাচনের সময় অভিনেত্রী শতাব্দী রায়ের মঞ্চ ভেঙে পড়েছিল।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ০৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।