ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ভারত

সেপ্টেম্বরের শুরুতে ফের নিম্নচাপ, বৃষ্টি থাকবে কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
সেপ্টেম্বরের শুরুতে ফের নিম্নচাপ, বৃষ্টি থাকবে কলকাতায় আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা/ছবি: বাংলানিউজ

কলকাতা: চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথমেই বঙ্গোপসাগরের উত্তর-পূর্বে ফের একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। তবে নিম্নচাপটি আরও একটু স্পষ্ট না হলে বলা যাবে না এর জেরে কদিন বৃষ্টি হবে কলকাতায়। 

শুক্রবার (৩০ আগস্ট) একথা জানান কলকাতা আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।  

তিনি আরও জানান, যে নিম্নচাপটি তৈরি হচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয় থাকায় তার প্রভাবে শুক্রবারও পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

রাজ্যের কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।  

এদিন সকাল থেকে কলকাতাসহ রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হচ্ছে। দিনটিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকতায় বৃষ্টি হয়েছে ৩০ দশমিক ৪ মিলিমিটার।  

তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় এদিনও অস্বস্তি ও ভ্যাপসা গরম অনুভব করছে নগরবাসী।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।