বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপটি বর্তমানে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের ওপর গভীরভাবে অবস্থান করছে।
এদিকে, এদিকে পশ্চিমবঙ্গে নাগরিক পঞ্জি (এনআরসি) রুখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ফলে বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়ে পথে নামছেন মমতা বন্দোপাধ্যায়। স্থানীয় সময় দুপুর দুইটায় উত্তর কলকাতার সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে শামিল হবেন তিনি। গোটা ভারতের নজর থাকবে কলকাতায়।
অপরদিকে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এনআরসি নিয়ে ফের সুর চড়ালেন। তিনি জানিয়েছেন ক্ষমতায় গেলে পশ্চিমবঙ্গের এনআরসি চালু হবেই। বাদ যাবে দুই কোটি মানুষ।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
ভিএস/এএটি