নিজ পাড়ার সংগঠন নাকতলা উদয়ন সংঘের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তিনি। তাই এখানকার পূজায় চমক থাকাটাই স্বাভাবিক।
এবারের দুর্গাপূজায় নাকতলা উদয়ন সংঘের ভাবনার সঙ্গে মাত করেছে থিম সং। শিল্পী ভবতোষ সুতারের ভাবনা আর কবীর সুমনের থিম সং-এ ভর করে অন্যদের টেক্কা দিতে চাইছেন স্বয়ং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত।
শিল্পীর ভাবনা ‘জন্ম’! মূলত এই ভাবনাতেই এবার পূজার মণ্ডপ ও প্রতিমা সাজিয়েছেন শিল্পী ভবতোষ সুতার। ইহজগতে মানুষের জন্ম একবার হয়।
কিন্তু চেতনার জন্ম ও মৃত্যু প্রতি মুহূর্তেই হয়ে চলেছে। সেই ভাবনাতেই ১০ হাজার কলসি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। কলসিগুলো মাতৃজঠরের রূপ হিসেবে ব্যবহৃত হয়েছে। মণ্ডপে কেবল কারুকার্য নয়, আছে শব্দের খেলা। থাকছে আলোর কারসাজিও। সেই সঙ্গে রয়েছে প্রখ্যাত শিল্পী কবীর সুমনের গান; গানেও আছে সাবেকি ছোঁয়া।
নাকতলা উদয়ন সংঘ পূজার অন্যতম কর্তা এলাকার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বাংলানিউজকে বলেন, প্রতিবারই মানুষের চাহিদা থাকে আমাদের পূজা ঘিরে। আমরা সেই প্রত্যাশা পূরণ করি। এবারও আমাদের চমক সবার ভালো লাগবে আশা করছি।
মহালয়ার দিন অর্থাৎ শনিবার (২৮ সেপ্টেম্বর) নাকতলা উদয়ন সংঘ মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, শিল্পী কবীর সুমন, অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত, শিল্পী ভবতোষ সুতারসহ বিশিষ্টব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
ভিএস/ আরকেআর/এমএ