যা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। শুরু হয়েছিল ১২ জানুয়ারি।
উপ-দূতাবাস প্রধান তৌফিক হাসানের সভাপতিত্বে ১২ জানুয়ারি বিকেলে উদ্বোধন হয় চিত্র প্রদর্শনী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং চিত্র সমালোচক মঈনদ্দিন খালেদ।
সোনার বাংলা আর্ট-ক্যাম্পে বাংলাদেশ ও ভারতের প্রথিতযশা যেসব চিত্রশিল্পী ছবি এঁকেছেন, তারা হলেন, শাহাবুদ্দিন আহমেদ, জামাল আহমেদ, রোকেয়া সুলতানা, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, সৈয়দ হাসান মাহমুদ, আতিয়া ইসলাম, কনক চাঁপা চাকমা, আনিসুজ্জামান, শাহজাহান আহমেদ বিকাশ ও দুলাল চন্দ্র গাইন।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানু্য়ারি ১৪, ২০২০
ভিএস/টিএ