এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯৫৬ জন।
তবে এখনো পর্যন্ত সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৯৫ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনায় ২ হাজার ৬৯০, হাওড়ায় ১ হাজার ২৪৭, দক্ষিণ ২৪ পরগনায় ১ হাজার ৬৩ ও হুগলিতে ৪৭৪ জন।
এছাড়া স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, সোমবার ১১ হাজার ৩৫৯টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৬ লাখ ২৭ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৭০১ জন। এই নিয়ে সোমবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৭৮ হাজার ২৫৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০০ জনের। সবমিলিয়ে করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৭৪ জনের।
বাংলাদেশ সময়: ০৫৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
ভিএস/এইচএডি