কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বর্তমানে দৈনিক গড়ে প্রায় দুই হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহ থেকে রাজ্যজুড়ে বিশেষ ধরনের লকডাউন চলছে।
কিন্তু মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার কারণে আসন্ন ১ আগস্ট (শনিবার) রাজ্যে লকডাউন দেওয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে এ ঘোষণার কথা জানান মুখ্যমন্ত্রী। তবে আগামীকাল বুধবার (২৯ জুলাই) পশ্চিমবঙ্গ সম্পূর্ণ লকডাউন থাকবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ৩১ জুলাই থেকে রাজ্যে নতুন পদ্ধতিতে লকডাউন চালু হবে। ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২২, ২৩, ২৯, ৩০ আগস্ট রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। অর্থাৎ সপ্তাহের প্রতি শনি ও রোববার চলবে সম্পূর্ণ লকডাউন।
‘কিন্তু ১ অগাস্ট ঈদুল আজহা ও ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের কারণে, এ দুইদিন রাজ্যে লকডাউন থাকবে না। ’
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
ভিএস/এইচজে