কলকাতা: চলতি মাসে নতুন করে লকডাউনের দিন ঘোষণা করেছিল রাজ্য সরকার। বুধবার (০৫ আগস্ট) তার প্রথম দিন।
তবে রাজ্যের কন্টেইনমেন্ট জোন এলাকায় ৩১ আগস্ট পর্যন্ত যেমন লকডাউন চলছে, তেমনই চলবে।
গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের এ সিদ্ধান্ত। পাশাপাশি বুধবার বাদে আগস্টের ৮, ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ তারিখেও রাজ্যজুড়ে পালিত হবে সম্পূর্ণ লকডাউন।
লকডাউনের দিনগুলোতে বন্ধ থাকবে রাজ্যের সব ধরনের ব্যাংক পরিষেবা। এছাড়া ১৫ আগস্ট ভারতে স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। ফলে চলতি মাসে মোট ১৭ দিন রাজ্যে বন্ধ থাকছে ব্যাংক। আগামীতে বিড়ম্বনা আরও বাড়তে পারে সাধারণ মানুষের।
তবে বুধবার সবকিছু ছাপিয়ে ভারতবাসীর নজর উত্তরপ্রদেশের অযোধ্যায়। ১৩৫ বছরের বিতর্কিত জমিতে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম জন্মভূমিতে পরিণত হয়েছে অযোধ্যা। সে উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন রামমন্দির নির্মাণের আগে ভূমি পূজা সম্পন্ন করেছেন।
তবে করোনা ভাইরাস আবহে এই পূজা নিয়ে বিতর্কিত মনোভাব পোষণ করেছেন রাজনৈতিক অনেক বিরোধী দল। তাদের মতে করোনা মিটে গেলে আগামী বছর পূজা হলে ভালো হতো। তবে পূজার পক্ষে সায় দিয়েছে কংগ্রেসসহ উত্তরপ্রদেশের রাজনৈতিক দলগুলো।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৫০৯ জন। সবমিলে আক্রান্ত ১৯ লাখ আট হাজার ২৫৪ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৮২ হাজারের বেশি। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ৩৯ হাজার ৭৯৫ জন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
ভিএস/টিএ