আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে ইতোমধ্যে ৯ লাখ লোকের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে, যা সারা ভারতের মধ্যে দ্বিতীয়।
শনিবার থেকে রাজ্যটিতে টেলিমেডিসিন সেবার ব্যবস্থা করা হচ্ছে আগরতলার জিবি হাসপাতালে।
প্রতি দিন হাসপাতাল থেকে সকল রোগীর স্বাস্থ্য সম্পর্কিত মেডিকেল বুলেটিন দেওয়া হবে।
শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় আগরতলায় এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পশ্চিম লোকসভা আসনের এমপি ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক।
তিনি আরও জানান, রাজ্যের প্রতিটি করোনা কেয়ার সেন্টারে ভর্তি রোগীর পরিজনরা যাতে তাদের রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে পারেন সে জন্য হেল্পলাইন চালু করা হবে। সবকটি সেন্টারে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এসসিএন/এমজেএফ