কলকাতা: পশ্চিমবঙ্গে করোনার প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে দুই হাজার ছাড়িয়ে তিনের ঘর ছুঁয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে দুই হাজার ২৫৯ জন।
অন্যদিকে করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৯৭ জন। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭৮ হাজার ৭১৭ জন। ফলে রাজ্যে সুস্থতার হার ৭৩ দশমিক ২৫ শতাংশ।
রাজ্যের নিরিখে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় করোনা শনাক্তের সংখ্যা ছয় হাজার ৫৯৮ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনায় পাঁচ হাজার ৪২৭ জন, হাওড়ায় এক হাজার ৯৯৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় দুই হাজার ২১ জন ও হুগলিতে এক হাজার ২৪৮ জন।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ৩০ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ১২ লাখ ১৬ হাজার ৯৫৫টি করোনার পরীক্ষা করা হয়েছে।
রাজ্যে মোট ৮৪টি করোনা হাসপাতাল রয়েছে। এরমধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা ২৯ ও বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫টি। মোট কোভিড বেডের সংখ্যা ১১ হাজার ৭৭৫টি। শুধুমাত্র কোভিড রোগীদের জন্য লাইফ সাপোর্টে ব্যবস্থা আছে ৭১৫টি।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
ভিএস/আরবি/