ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারতে একদিনে ৫০ হাজার করোনা আক্রান্ত, পশ্চিমবঙ্গে ৩৯২৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ভারতে একদিনে ৫০ হাজার করোনা আক্রান্ত, পশ্চিমবঙ্গে ৩৯২৪ ...

কলকাতা: পশ্চিমবঙ্গে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ হাজার ৯২৪ জন।

এ নিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬১ হাজার ৭০৩ জন। অবশ্য পূজার মৌসুমে করোনা শনাক্তের সংখ্যা ছিল দৈনিক চার হাজারের উপর।

এছাড়া গত একদিনে রাজ্যে ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ৬ হাজার ৬৬৪ জন। তবে আশার আলো সুস্থতার সংখ্যা। ১ দিনে করোনা মুক্ত হয়েছেন ৩ হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৯২৮ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৭ দশমিক ৯০ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা যায়, বুধবার ৪২ হাজার ৫৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪৪ লাখ ২৫ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  
অপরদিকে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৫০ হাজার (৪৯,৮৮১) জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৪০ হাজার ২০৩ জন। সুস্থ হয়েছেন ৭৩ লাখ ১৫ হাজার  ৯৮৯ জন। ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৫১৭ জনের। এ নিয়ে মোট মৃত ১ লাখ ২০ হাজার ৫২৭ জন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ভিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।