আগরতলা (ত্রিপুরা): করোনা পরিস্থিতির কারণে এ বছর ত্রিপুরা রাজ্যে স্বল্প পরিসরে পালিত হচ্ছে বড়দিন।
রাজ্যের সবচেয়ে বড় ক্রিস্টমাস উৎসব উদযাপিত হয় রাজধানী আগরতলার পার্শবর্তী মরিয়মনগর গির্জাতে।
বড়দিন উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) আগরতলা লিচুবাগানস্থ ক্যাথিড্রাল গির্জাতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এই প্রার্থনায় ত্রিপুরা সরকারের বনদপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।
গির্জার ফাদার জোসেফ মন্টেলু বলেন, বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়েছে। সেই সঙ্গে বর্তমান করোনা বিপর্যয় কাটিয়ে পৃথিবী আবার যেন স্বাভাবিক হয়ে ওঠে সেই প্রার্থনা করা হয়েছে প্রভু যীশুর কাছে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এসসিএন/এমজেএফ