ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ভারত

দাম কম থাকায় স্বর্ণ কেনার ঝোঁক বেড়েছে কলকাতায়

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
দাম কম থাকায় স্বর্ণ কেনার ঝোঁক বেড়েছে কলকাতায় দাম কম থাকায় স্বর্ণ কেনার ঝোঁক বেড়েছে কলকাতায়

কলকাতা: গত কয়েকদিন ধরেই কলকাতায় দাম কমছে স্বর্ণের। আর তাই ভ্যালেন্টাইনস ডে’ বা ভালোবাসা দিবস উপলক্ষে উপহার হিসেবে স্বর্ণের গহনার চাহিদা বেড়েছে শহরে।

স্বর্ণ শিল্পমহল মনে করছে, দীর্ঘ সময় পর তাদের সুদিন ফিরছে। তবে বরাবরই এ সময় বাজার কিছুটা চাঙ্গা থাকে। গত বছর বাদ দিলে এবারও তার ব্যতিক্রম হয়নি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) হাফ হলিডে থাকায় সকাল থেকেই মনের মানুষকে সাধ্য অনুযায়ী সেরা উপহার তুলে দিতে দোকানে দোকানে ভিড় জমান ক্রেতারা। নানান অফারের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না তাদের অনেকেই।

গত বছরের মাঝামাঝি সময়ে অনেকটাই বেড়েছিল স্বর্ণের দর। ২৪ ক্যারেট খাঁটি স্বর্ণের ১০ গ্রামের দর ছুঁয়েছিল ৫৭ হাজার রুপি। পরে দর সামান্য কমে। তবে, গত কয়েকদিন ধরে তুলনামূলকভাবে আবারও খানিকটা কমেছে স্বর্ণের দাম। ‘ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন’-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে কলকাতায় পাকা স্বর্নের ১০ গ্রামের দর হয়েছে ৪৮ হাজার ৭শ’ রুপি। ২২ ক্যারেট গহনা স্বর্ণের দর ১০ গ্রাম পিছু ৪৬ হাজার ২শ’ রুপি।

চলতি কেন্দ্রীয় বাজেটে স্বর্ণের পর আমদানি শুল্ক ১২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব রেখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তা কার্যকর হওয়ার পর যেমন স্বর্ণের দাম কিছুটা কমেছে, তেমন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় তার সুফল মিলেছে, এমনটাই মনে করছেন স্বর্ণ বণিকরা।

কলকাতার বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী অঞ্জলি জুয়েলার্সের ডিরেক্টর অনর্ঘ্য চৌধুরী বলেন, ‘পুজোর মতোই এ সময়টা আমাদের কাছে স্পেশাল। এখন বাজার ভালো। বিক্রিও হচ্ছে ভালোই। আমাদের আসল লক্ষ্য হলো সর্বস্তরের ক্রেতাদের শোরুমমুখী করা। এবার আমাদের থিম ‘পেয়ার হ্যায় তুমসে’ নামে আলাদা কালেকশন। এর সঙ্গে হীরাতে ৫০ শতাংশ এবং স্বর্ণের গহনার মজুরির পর ১৫ শতাংশ ছাড় দিচ্ছি আমরা। সঙ্গে রয়েছে আরও কিছু আকর্ষণীয় অফার।

শহরের অপর এক গহনা ব্যবসায়ী সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সেখানেও চলছে লোভনীয় ছাড় এবং অফার। প্রতিষ্ঠানটির সিইও শুভঙ্কর সেন বলেন, ‘গত বছর সংকটের মধ্য দিয়ে সবার দিন কেটেছে। এবার তাই প্রেমের সময়টা আরও একটু স্পেশাল হোক, চান ক্রেতারা। ফলে আমরা ভালোই সাড়া পাচ্ছি শোরুমে এবং আমাদের অনলাইন কেনাকাটায়। ভালোবাসা দিবস উপলক্ষে এবার আমাদের থিম ‘লাভ ২০২১’। ’

এছাড়া, বিখ্যাত আরেক স্বর্ণ গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান তানিস্ক ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একাধিক অফার দিয়েছে। অফারে এক্সক্লুসিভ হীরার গহনার কালেকশনে পাওয়া যাচ্ছে বিশেষ ২১ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া এনগেজমেন্ট রিং, ব্রেসলেট, কানের দুল প্রভৃতি গহনাতেও একই ছাড় দিচ্ছে তারা।

তবে, শহরের বিখ্যাত সব স্বর্ণ প্রতিষ্ঠানই প্রতিবছর এ সময় বিশেষ ছাড় ও নানান অফার দিয়ে থাকে। তাই শহুরে মানুষ পুজো বা ঈদের মতো স্বর্ণ কেনার জন্য এ সময়েরই অপেক্ষায় থাকেন।

শুধু ভালোবাসা দিবস নয়, সঙ্গে চলছে বিয়ের মৌসুম। সব মিলিয়ে ক্রেতা টানতে এ সময় বিভিন্ন অফার দেন স্বর্ণ বিক্রেতারা।  এ সময় তাদের যেমন বাড়তি বিক্রির জন্য কিছুটা মুনাফা কমে; অপরদিকে, অন্য সময়ের চেয়ে পকেটে কিছুটা হলেও কম টান পড়ে মধ্যবিত্তের। এ কারণে স্বর্ণের দোকানগুলোয় হালকা গহনা কেনার পাশাপাশি ভারী গহনার বিক্রিও বাড়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তাই লকডাউনের পর এ সুসময় আপাতত বজায় থাকুক, চাইছেন ক্রেতা-বিক্রেতারা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ভিএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।