কলকাতা: পশ্চিমবঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর অতি গুরুত্বপূর্ণ উপনির্বাচন। ভোট হবে দক্ষিণ কলকাতার ভবানীপুরে আর মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামশেরগঞ্জে।
সম্প্রতি বাবুল সুপ্রিয়োসহ বহু বিজেপি নেতা যেমন দল ছেড়েছে, তেমনি ভাঙন ধরছে কংগ্রেসেও। কয়েকদিন আগেই কংগ্রেস ছেড়ে মমতার দলে যোগ দিয়েছেন শিখা মিত্র। মঙ্গলবার (২১ সেপ্টম্বর) কংগ্রেস ছাড়লেন ফরাক্কা থেকে পাঁচবারের জয়ী বিধায়ক মইনুল হক।
এদিন বিকেলে লিখিতভাবে দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। জানা যায়, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন মইনুল হক।
তৃণমূল দলের তরফে জানা যায়, আগামী ২৩ সেপ্টেম্বর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন মুর্শিদাবাদের দুই কেন্দ্রের প্রচারে। তখন জঙ্গিপুরে এসে অভিষেকের হাত ধরেই তৃণমূলে যোগ দেবেন কংগ্রেস নেতা মইনুল হক। ওইদিন মইনুলের অনুগামীরাও তৃণমূলে যোগ দেবেন বলেও জানা যায়।
সোমবারই জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের বাড়িতে একটি বৈঠক হয়। সেখানে ছিলেন জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি খলিলুর রহমান, সাংসদ আবু তাহের খানসহ আরও অনেকে। ওই বৈঠকেই মইনুল হককে নিয়ে তৈরি হয় চূড়ান্ত সিদ্ধান্ত। তারপরই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাঁচবারের বিধায়ক মইনুল হক ছিলেন কংগ্রেসের অতি গুরুত্বপূর্ণ নেতা। সংগঠন বোঝেন মারাত্মকভাবে। পশ্চিমবঙ্গসহ দলের প্রয়োজনে ভিন রাজ্যও সামলেছেন তিনি। একসময় কাশ্মীর কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে আছেন ঝাড়খণ্ড রাজ্যের কংগ্রেসের দায়িত্বে। পাশপাশি ২০১৩ সাল থেকে টানা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ছিলেন মইনুল হক। তবে দলবদল নিয়ে এদিন একটি বাক্যও বলেননি তিনি। গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ মইনুল হক।
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
ভিএস/আরইউ