ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ভারত

মমতার ঘাসফুলে যোগ দিলেন নাফিসা আলী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
মমতার ঘাসফুলে যোগ দিলেন নাফিসা আলী

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী ও কংগ্রেস নেত্রী নাফিসা আলী। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মৃণালিনি দেশপ্রভু।

শুক্রবার গোয়াতে মমতা তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।  

নাফিসা আলীর জন্ম কলকাতায় ১৯৫৭ সালে। তিনি প্রখ্যাত বাঙালি প্রাবন্ধিক এস ওয়াজেদ আলীর নাতনি।

তিন দিনের গোয়া সফরে এই মুহূর্তে পানাজিতে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

নাফিসা আলীর তৃণমূলে যোগদান গোয়া তৃণমূলের ভিত শক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

গুঞ্জন উঠেছিল কণ্ঠশিল্পী লাকি আলীও তৃণমূলে যোগ দেবেন।

সেখানে মমতা বলেন, তৃণমূল মরে যাবে কিন্তু আপস করবে না। তৃণমূলকে একটা সুযোগ দিন। আমরা নতুন সকাল আনব।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।