ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

চীনজুড়ে বাড়ছে ইন্টারনেট ঘনত্ব

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০
চীনজুড়ে বাড়ছে ইন্টারনেট ঘনত্ব

চীনে ক্রমেই বাড়ছে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। গত আগস্ট পর্যন্ত চীনে মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যা বেড়ে ১১৩ কোটি হয়েছে।

এর মধ্যে মোবাইল ফোন এবং ফিক্সড ফোন দু ধরনের গ্রাহকই আছে।

চীনের ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ভাইস মিনিস্টার ইয়াং জুশেন জানান, এ বছরের জুন পর্যন্ত চীনের মোট ফোন ব্যবহারকারীর সংখ্যা ১১১ কোটি। যার মধ্যে মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ৮০ কোটি ৫০ লাখ। আর ফিক্সড ফোন গ্রাহক সংখ্যা ছিল ৩০ কোটি ৫০ লাখ।

ফোন গ্রাহক সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও। ইয়ং জুশেন জানান, গত জুন পর্যন্ত চীনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪২ কোটি। আর ইন্টারনেট ঘনত্বের হার ছিল শতকরা ৩১.৮ ভাগ।

অন্যদিকে সফটওয়্যার খাতে গত জুন-জুলাই সময়ে তাদের আয় ছিল ৭২ হাজার ৩১০ কোটি ইয়েন। সব মিলিয়ে তথ্যপ্রযুক্তি খাতে চীনে ব্যবহারকারীর সংখ্যা এবং এ খাত থেকে তাদের জাতীয় আয় তুলনামূলক হারে বেড়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।