কমপিউটার ছাড়াই পাওয়া যাবে সরাসরি প্রিন্ট সুবিধা। যে কোনো মোবাইল ডিভাইস থেকেই নির্দেশ দিয়ে প্রিন্ট করা যাবে।
নতুন এই ইপ্রিন্টারে কোনো কিছু প্রিন্ট করতে শুধু ইমেইল করতে হবে। সেজন্য প্রিন্টারের মাধ্যমে যে কোনো মোবাইল ডিভাইসে একটি নির্দিষ্ট ইমেইল ঠিকানা প্রদান করা হবে। আর প্রিন্টারের একটি নির্দিষ্ট ইমেইল ঠিকানা তো থাকবেই। যখন কিছু প্রিন্ট করতে হবে তখন তা মোবাইল ডিভাইসের মেইল থেকে প্রিন্টারে ইমেইল করলেই স্বয়ংক্রিয়ভাবেই তা প্রিন্ট হয়ে যাবে।
ইপ্রিন্টারের জন্য আগে থেকেই একটি ইমেলই ঠিকানা বরাদ্দ থাকবে। তবে প্রিন্টার ক্রয়ের পর ব্যবহারকারীরা নিজের ইচ্ছেমত একটি নতুন ইমেইল ঠিকানা প্রদান করতে পারবেন। মডেলভেদে প্রিন্টারগুলোর দাম ৯৯ পাউন্ড থেকে ৩৮০ পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে এইচপি সূত্র জানিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০