ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেন এখন চীনে!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেন এখন চীনে!

চীন বিশ্বের সবচেয়ে লম্বা এবং গতিসম্পন্ন ট্রেন তৈরি করেছে। গত ২৮ সেপ্টেম্বর এ ট্রেনের প্রকৃত গতি পরীক্ষা করা হয়।

প্রথমবারই তা বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেনের রেকর্ড স্পর্শ করে। চীনের জিনহুয়া সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

গত ২৮ সেপ্টেম্বর এ ট্রেন ঘণ্টায় ৪১৬.৬ কিলোমিটার পথ অতিক্রম করে। এ ট্রেন চীনের সাংহাই শহর থেকে হ্যাঞ্জহো শহর পর্যন্ত পাড়ি দেয়। নির্মাতা সূত্র জানিয়েছে, আগে ট্রেনে ভ্রমণ করতে যে পথ অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লাগত।

এখন সে একই পথ অতিক্রম করতে লাগবে মাত্র ৪০ মিনিট। চীনের রেলওয়ে মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী হোয়ায়ু জানান, তারা বিশ্বের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন রেল অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৪ জুন দ্রুত গতিসম্পন্ন ট্রেন নির্মাণের রেকর্ডটিও ছিল চীনের দখলে। তখন ট্রেনটির সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৯৪.৩ কিলোমিটার।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।