বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের সব সময়ই মাতিয়ে রাখতে পছন্দ করে অ্যাপল। সে বার্তায় যুক্ত হচ্ছে নতুন অবয়বের আইপ্যাড।
নতুন আইপ্যাডের স্পর্শক পর্দা ৯.৭ ইঞ্চি বিশিষ্ট। এ আইপ্যাড তুলনামূলক পাতল গড়নের, অধিক উজ্জ্বল এবং বিল্টইন ক্যামেরাযুক্ত। এ ক্যামেরার মাধ্যমে সরাসরি ফেসটাইম ভিডিও উপভোগ করা সম্ভব। থাকছে মিনি ইউএসবি ড্রাইভ সুবিধাও।
এ বছরের এপ্রিলে অ্যাপলের টাচস্ক্রিন ট্যাবলেট কমপিউটার খ্যাত ‘আইপ্যাড’ উন্মোচনের মাত্র ৮০ দিনের মাথায় ৩০ লাখ কপি বিক্রি হয়ে যায়। আইপ্যাডের এ সাফল্যেকে পুঁজি করে নতুন অবয়বের কমপিউটার তৈরিতে ঝুঁকে পড়ে বিশ্বের খ্যাতনামা সব প্রযুক্তি নির্মাতারা। আর এ তালিকার শীর্ষ প্রতিদ্বন্দ্বীতায় আছে রিসার্চ ইন মোশন (রিম)। অন্য নির্মাতাদের মধ্যে আছে এইচপি, মাইক্রোসফট, গুগল এবং ডেল।
গবেষণা প্রতিষ্ঠান গ্লোডম্যান স্যাচস সূত্র জানিয়েছে, এ বছরই ১ কোটি ৬০ লাখ ট্যাবলেট কমপিউটার বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। আর এ সংখ্যা ২০১১ সালে দ্বিগুণেরও বেশি হয়ে ৩ কোটি ৫০ লাখে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এ মুহূর্তে প্রযুক্তি বিশ্বজুড়ে গুজব আছে, অ্যাপল ৭ ইঞ্চি বিশিষ্ট স্পর্শক ট্যাবলেট কমপিউটার তৈরিতে কাজ করছে। এ সংস্করণ আইফোন ফোর এর চেয়ে খানিকটা বড় হবে। তবে অ্যাপল সূত্র এ তথ্য গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, ওয়েবনির্ভর পৃষ্ঠাগুলোর পরিচ্ছন্ন উপস্থাপনা, তাৎক্ষণিক ইমেইল এবং সহজবোধ্য ই-নিউজপেপার পাঠের সুবিধার কারণে আইপ্যাড এ মুহূর্তে বিশ্বের শীর্ষ জনপ্রিয় প্রযুক্তি পণ্যের তালিকায় স্থান পেয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০