ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫৫ ইঞ্চি এলইডি টিভি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
৫৫ ইঞ্চি এলইডি টিভি

জীবন মানেই শৌখিনতা। এ জন্য বৈচিত্র্যময় পণ্যসামগ্রী প্রয়োজন।

এ মুহূর্তে এলইডি টিভি শৌখিন পণ্যের শীর্ষ তালিকায় আছে। এতে অত্যাধুনিক প্রযুক্তিসহ অবয়বে দৃষ্টিনন্দন মাত্রা যুক্ত হয়েছে। এ চাহিদা থেকেই এসেছে চমৎকার স্বচ্ছ গ্লাস ‘ক্রিস্টাল’ টিভি।

উন্নয়নশীল দেশে দামের পার্থক্য গুরুত্ব বহন করে। এরই মধ্যে ভাবনা চিন্তা ছাপিয়ে শৌখিন পণ্যের জনপ্রিয় বাজার তৈরি করেছে ভারত।

ভারতের টিভি নির্মাতা ভিইউ টেকনোলোজি গত কবছর ধরে অত্যাধুনিক প্রযুক্তির টিভি তৈরি করে বিশ্বে আলোচিত তৈরি করেছে। যেসব লুকায়িত সম্ভাবনা এখনও অব্যবহৃত আছে সেগুলোর দিকে দৃষ্টি দিয়েছেন এ নির্মাতা। এরই প্রেক্ষিতে ভিইউ টেকনোলজি নতুন করে অতি মূল্যবান অপিউলেন্স ৫৫ ইঞ্চি লেড টিভি উপস্থিত করেছে।

তাদের দাবি এ পণ্যের গঠন আবরণ অত্যন্ত সুসংহত। ইনুমেরাবল ড্যাজলিং ক্রিস্টাল স্টাডসের ব্যবহার হয়েছে। অর্থাৎ উৎকৃষ্ট স্বচ্ছ কাচ খচিত ডিসপ্লে।
 
ক্রিস্টাল টিভি ভক্তদের উদ্দেশ্যে বলা হয়, এক নজর দেখলে বোঝা যাবে এর ডিসপ্লে­ অংশে উচ্চক্ষমতার ক্রিস্টাল দারা সুশোভিত যা অহেতুক কি না। এ ছাড়া নতুন এ পণ্যের অধিক মুল্যে যা প্রকাশ্য অন্যগুলোর থেকে অনেক কম।  

তুলনাগত দিক থেকে বলা হয়, প্রকৃত সত্য যেটি অন্য পণ্যের সঙ্গে তাদের বৈশিষ্ট্যর মাপকাঠি বিচার করা যায় না। এ ছাড়া অত্যাধিক মূল্যে যা ভাল প্রকৌশল কর্মের দৃষ্টান্ত হতে পারে না। বরং প্রয়োজনীয় বৈশিষ্ট্য ও উন্নতমানের  নিরবিচ্ছিন্ন প্রদর্শনই শ্রেয়।

এদিকে সম্পূর্ণ উচ্চক্ষমতার অপিউলান্সে ‘ইন্টিলিজেন্ট টিভির’ কিছু মূল বৈশিষ্ট্য রাখা হয়েছে। এর ফলে এতে ২.২ গিগাহার্টজ ইন্টেল কোরআইথ্রি ২৩৩০এম ডুয়্যাল-কোর প্রসেসর, ২ জিবি র ্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ এবং উইন্ডোজ ৭ প্রফেশনাল বিদ্যমান।  

ভারতীয় মূল্য ৫ লাখ রুপী। কিন্তু এ পণ্যটি থ্রিডি উপযোগী নয়।

বাংলাদেশ সময় ১৯২০ ঘন্টা, এপ্রিল ২৫, ২০১২

সম্পাদনা: এসজেডএম/
সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।