ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডলবি হোম থিয়েটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
ডলবি হোম থিয়েটার

সঙ্গীতপ্রেমীদের জন্য দেশে এসেছে এফঅ্যান্ডডি ব্র্যান্ডের নতুন ‘এফ৬০০০’ মডেলের হোম থিয়েটার স্পিকার। গান যেমনই হোক না কেন, এফঅ্যান্ডডি মাল্টিমিডিয়া স্পিকার দেবে জীবন্ত শব্দ।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ হোম থিয়েটারটি রিমোট নিয়ন্ত্রিত। এর স্পিকারের সংখ্যা ৫.১। এর স্যাটেলাইট স্পিকার ২৩০ হার্টজ থেকে ২০ কিলোহার্টঝ। সাবউফার ২০ থেকে ৯০ হার্টজ। ঘরের চার দেয়ালেই এটি ডলবি সারাউন্ড সাউন্ড ছড়িয়ে দেবে।

এ মুহূর্তে হোম থিয়েটারটির দাম ১০ হাজার ৫০০ টাকা। ঢাকার বিসিএস কমপিউটার সিটি, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার কমপিউটার মার্কেট, শান্তিনগরের ইস্টার্ন প্ল্যাস বিসিএস ল্যাপটপ বাজারে এটি পাওয়া যাচ্ছে। হ্যালো: ০১৮১৭ ২৯৯০৭০।

বাংলাদেশ সময় ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।