আলট্রাবুক নিয়ে নতুন চমক এনেছে সনি। ভায়ো টি সিরিজের একেবারই নতুন আদলের এবং আলট্রাবুক নিয়ে সনি এখন পুরোপুরি প্রস্তুত।
সনি সূত্র জানিয়েছে, এ মুহূর্তে ১১ এবং ১৩.৩ ইঞ্চি পর্দাবিশিষ্ট দুটি মডেল প্রস্তুত করা হয়েছে। এর নতুন বৈশিষ্ট্যের মধ্যে আছে ইন্টেল আলট্রা লো ভোল্টেজ ব্যাটারি এবং আইথ্রি স্যান্ডি ব্রিজ প্রসেসর। এর পুরুত্ব ১৭.৮ মিলিমিটার। আর একটানা ৯ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।
সনি ভায়ো টি সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে ‘ডিপ সিøপ’। এটি অ্যানার্জি সেভিং সিস্টেম। এর মাধ্যমে চার্জহীন আলট্রাবুকে ৯০ দিন পর্যন্ত নির্বাচিত তথ্য সুরক্ষিত রাখা সম্ভব।
এ ছাড়াও আছে ইন্টেল কোর-আইথ্রি প্রসেসর, উইন্ডোজ সেভেন হোম প্রিমিয়াম ৬৪ বিট অপারেটিং সিস্টেম, ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম, ৩২০ জিবি এইচডিডি এবং ইন্টেল এইচডি গ্রাফিকস সুবিধা।
এ মুহূর্তে এ আলট্রাবুকের দাম সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য ঘোষণা করা হয়নি। তবে এ মাসের মধ্যেই এ পণ্যের বিশ্বব্যাপী অবমুক্ত করা হবে। এ উদ্বোধনী ঘোষণা দিয়েছে সনি নিজেই।
বাংলাদেশ সময় ১৮৪৬ ঘণ্টা, মে ২, ২০১২