বরিশাল: বরিশালে রোববার শুরু হওয়া দু’দিনব্যাপী ডিজিটাল মেলা সোমবার বিকেলে শেষ হচ্ছে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে রোববার বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা নগরীর অশ্বিনী কুমার হলে শুরু হয়।
মেলার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার আবু হেনা রহমাতুল মুনিম।
জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রট রাশেদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দাউদ মিয়া প্রমুখ।
মেলায় সরকারি ও বেসরকারি সংস্থার ১৩টি স্টল স্থান পেয়েছে। উল্লেখযোগ্য স্টলগুলোর মধ্যে রয়েছে কৃষি বিভাগ, মহিলা অধিদফতর, ডাক বিভাগ, বিটিসিএলসহ ই-সেবা (ইন্টারনেট), জীবন বীমা, সিভিল সার্জন ও কম্পিউটার অ্যাসোসিয়েশনের স্টল।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মে ০৭, ২০১২
প্রতিবেদন: কাওছার হোসেন/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর