ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এ মাসেই আসছে গুগল টিভি

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ৭, ২০১২
এ মাসেই আসছে গুগল টিভি

এ মাসেই বাজারে আসছে গুগল টিভি। বিশ্বের দ্বিতীয় বৃহৎ টিভি নির্মাতা এলজি ইন্টারনেটনির্ভর গুগল টিভি আনছে।

তবে শুরুতে তা শুধু যুক্তরাষ্ট্রের বাজারেই পাওয়া যাবে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার টিভি নির্মাতা এলজি গুগলের ইন্টারনেট টিভি নিয়ে ব্যাপক আগ্রহী। বিপণন কৌশলে কোনো জটিলতা না থাকলে আগামী ২১ মে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে গুগল টিভি।

অ্যাপল স্মার্টফোনের প্রতিযোগিতায় নতুন ঘোষণা না দিয়ে ‘গুগল ইন্টারনেট টিভি’ নিয়ে এলজি এখন বিশ্ব বাজারে নামতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।

আগামী ১৭ মে মেক্সিকোতে অবস্থিত এলজি টিভি উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য গুগল টিভির উৎপাদন শুরু হবে। এমনটাই জানালেন এলজি টিভি বিজনেস ইউনিটের নির্বাহী সহসভাপতি রো সিওঘো। এ বিষয়ে রো মিডিয়াতে সামান্য মতবিনিময়ও করেছেন।

গুগল টিভির মাধ্যমে ভোক্তারা গুগলের সব ধরনের সেবামাধ্যম উপভোগ করতে পারবেন। এ ছাড়াও ইউটিউবের ভিডিও সম্প্রচার সরাসরি দেখা যাবে গুগল টিভিতে। এতে অনলাইন সংস্কৃতিকে একেবারে বড় পর্দায় হাজির করছে গুগল।

এলজি টিভি বিজনেস ইউনিটের নির্বাহী সহসভাপতি রো সিওঘো জানান, অচিরেই এলজি ইউরোপ এবং এশিয়ার ইমার্জিং বাজারে গুগল টিভির বিপণন কৌশল এবং দিনক্ষণ নির্ধারণ করবে। তবে এটি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের বাজারে গুগল টিভির বাণিজ্যিক সফলতার ওপর।

এ মুহূর্তে গুগল টিভির বিপণন কৌশল সম্পর্কে এলজি কোনো তথ্যই সুনির্দিষ্ট করেনি। এ ছাড়া এর আকার এবং আকৃতি বিষয়েও কোনো ধারণা দেয়নি এলজি। তবে এ মাসেই যুক্তরাষ্ট্রের বাজারে গুগল টিভির উন্মুক্ত করার সব ধরনের প্রস্তুতিই গুছিয়ে এনেছে এলজি। এমনটাই বলছেন সংশ্লিষ্ট পণ্য বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময় ১৭৩২ ঘণ্টা, মে ৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।