ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিশুদের পছন্দে প্রযুক্তিপণ্যের গেম

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ৮, ২০১২
শিশুদের পছন্দে প্রযুক্তিপণ্যের গেম

আইপ্যাড, আইফোন এবং অ্যানড্রইড ফোন শুধু প্রাপ্ত বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিশুরাও এসব পণ্যের সঙ্গে পরিচিত এবং অভ্যস্ত।

জরিপে এসব পণ্য উপযোগী শিশুদের সবচেয়ে পছন্দের কয়েকটি গেমের নাম উঠে এসেছে। এমন কিছু গেমের তালিকায় আছে-

-    ব্রেইন কক্সের ওয়ানডার অব দ্য ইউনিভার্স। এটি আইপ্যাডে উপভোগ্য। দাম ৪.৯৯ পাউন্ড।
-    অ্যাংগ্রি বার্ডস স্পেস এ গেমটি আইফোন ও আইপ্যাডে উপভোগ্য। আইপ্যাডে ১.৯৯ পাউন্ড এবং অ্যানড্রইডে ফ্রি
-    এন্ড অব দিস বুকের এনাদার মন্সটার, আইপ্যাড ও আইফোনে এর দাম ২.৪৯ পাউন্ড
-    বয়ারফুট ওয়ার্ল্ড অ্যাটলাসের দাম আইপ্যাডে ৫.৪৯ পাউন্ড
-    ডপপা পিগ মি বুকস আইপ্যাডে দাম ১.৯৯ ডলার
-    মার্ভেল এআর গেমটি আইপ্যাড, আইফোন এবং অ্যানড্রইড ফ্রি
-    টোকা হাউস আইপ্যাড ও আইফোনে ১.৪৯ পাউন্ড
-    মিফির গার্ডেন আইপ্যাডে ২.৪৯ এবং আইফোনে ১.৪৯ পাউন্ড
-    স্কিউবলস টাইমস ট্যাবলেট এ গেমটি আইপ্যাড আইফোন এবং অ্যানড্রইডে ৬৯ পি
-    টেলস ফর গ্রেট গ্র্যান্ডচিলড্রেন আইপ্যাডে ৪.৯৯ পাউন্ড

বাংলাদেশ সময় ১৬২১ ঘণ্টা, মে ৮, ২০১২

সম্পাদনা: এসজেডএম/
সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।