স্মার্টফোনের বাজারে এখন সনির কাটতি ভালোই। তাছাড়া সনি স্মার্টফোনে অ্যানড্রইড থাকায় বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে না আপাতত।
এটি সনির এক্সপেরিয়া সিরিজের এস সংস্করণের পরে এল। এ মুহূর্তে লেটসবাই এবং ফ্লিপকার্ট এ দুটি ই-শপিং সাইটে সনি এক্সপেরিয়া ‘ইউ’ মডেলের অনলাইন বুকিং নেওয়া হচ্ছে।
তবে শুধু এক্সপেরিয়া ইউ নয় সঙ্গে এস এবং পি এ দুটি মডেলকেও নতুন প্যাকেজে ভারতের বাজারে আসছে। এক্সপেরিয়া ইউ মডেলে আছে ১ গিগাহার্টজ ডুয়্যাল কোর প্রসেসর এবং ৩.৫ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে (৮৫৪ বাই ৪৮০ পিক্সেল)। সঙ্গে আছে ৫ মেগাপিক্সেলের বাড়তি পাওনা।
এতে আরও আছে অ্যানড্রইডের ২.৩ (জিংগার ব্রেড) সংস্করণ। তবে অচিরেই এতে অ্যানড্রইড ৪.০ আপডেট করা হবে বলেও সনি জানিয়েছে।
এ ছাড়াও ইউ মডেলে বৈশিষ্ট্যের মধ্যে আছে অটো ফোকাস, ১৬এক্স ডিজিটাল জুম, লেড ফ্ল্যাশ, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৫১২ এমবি র্যাম অন্যতম। আর রঙের মধ্যে আছে কালো এবং সাদা।
এ মুহূর্তে ভারতের বাজারে সনি এক্সপেরিয়া ইউ মডেলের দাম ১৭ হাজার রুপি (অনির্ধারিত)। তবে এ সপ্তাহেই এ মডেলের দাম নিয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই বলছে অনলাইন সূত্রগুলো।
বাংলাদেশ সময় ১৭৪২ ঘণ্টা, মে ৮, ২০১২