ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৭ হাজারে থ্রিডি প্রজেক্টর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মে ৮, ২০১২
৪৭ হাজারে থ্রিডি প্রজেক্টর

ভিভিটেক ব্র্যান্ডের ‘ডি৫৩০’ মডেলের ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর এখন দেশেই পাওয়া যাচ্ছে। ডিসপ্লে রেজ্যুলেশন ১৬০০ বাই ১২০০ পিক্সেল।



এ প্রজেক্টেরে আছে ডিএলপি এবং কালার প্রযুক্তি। এটি যেকোনো প্রজেন্টেশন, মুভি বা ইমেজ গাঢ়, উজ্জ্বল ও নিখুঁতভাবে প্রদর্শনের নিশ্চয়তা দেয়।

থ্রিডি সমর্থিত এ প্রজেক্টরের ব্রাইটনেস ৩২০০ লুমেন্স, সর্বোচ্চ রেজ্যুলেশন ইউএক্সজিএ ১৬০০ বাই ১২০০ পিক্সেল, কন্ট্রাস্ট রেশিও, ল্যাম্পের আয়ুষ্কাল সর্বোচ্চ ৪ হাজার ঘণ্টা।

এতে মাল্টিমিডিয়ার সুবিধা উপভোগ করতে আছে বিল্টইন স্পিকার, রিমোট কন্ট্রোল এবং কিপ্যাড লক ফাংশন। এ ছাড়াও ইনপুট আর আউটপুট পোর্ট সুবিধায় আছে এইচডিএমআই১.৩, ভিজিএ-ইন, এস-ভিডিও এবং কম্পোজিট ভিডিও। এ মুহূর্তে দাম ৪৭ হাজার ৫০০ টাকা। হ্যালো: ০১৯১৫ ৪৭৬৩২৯, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ১৮৩০ ঘণ্টা, মে ৮, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।