ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলের চালকহীন গাড়ি!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ৮, ২০১২
গুগলের চালকহীন গাড়ি!

এবারে গুগল নিয়ে এল চালকহীন গাড়ি। আর তাতে মিলল সরকারি ছাড়পত্র।

যুক্তরাষ্ট্রের নেভাদা শহরের রাস্তায় এখন তাই গুগল নিয়ন্ত্রিত চালকহীন গাড়ি চলতে দেখা যাবে। সংবাদমাদ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব মটোর ভেহিক্যাল (ডিএমভি) সূত্র জানিয়েছে, অনেক দিন থেকেই গুগল চালকহীন গাড়ি পরিচালনায় পরীক্ষা করে আসছিল। এবারে এ পরীক্ষার সফলতায় দেওয়া হলো আইনি ছাড়পত্র। এ ধরনের ছাড়পত্রকে ‘অটোনোমাস ভেহিক্যাল লাইসেন্স’ বলা হচ্ছে।

২০১২ সালে ১ মে থেকে এ ধরনের পরীক্ষার যুক্তরাষ্ট্র সরকারি অনুমতি পাওয়া যায়। তবে নেভিগেশন ঘরানার এ প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের জন্য এর কার্যকারিতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়ার প্রয়োজনীতা ছিল। তাই অপেক্ষা করতে হয়েছে আরও কিছুটা সময়।

এরই মধ্যে টয়োটা ‘প্রিয়ুস’ সিরিজের গাড়িতে এ প্রযুক্তির সফল ব্যবহার করা হয়েছে। স্টানফোর্ড অধ্যক্ষ এবং গুগলের সহসভাপতি সেবাস্টিয়ান ট্রুন জানান, গুগলে সেলফ ড্রাইভেন গাড়ি পরিচালনায় আছে ক্যামেরা, রাডার সেন্সর, লেজার এবং তথ্যভিত্তিক ডাটাবেজ। এসব কিছুর সমন্বয়েই নিরপদেই এ গাড়ি চলতে সক্ষম। এতে দুর্ঘটনাও অনেকাংশে কমবে বলে বিশ্লেষকেরা জানান।

সুদীর্ঘ পরীক্ষার কয়েকটি ধাপে এ প্রযুক্তি চূড়ান্ত সফলতা অর্জন করেছে। আর এ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের ছাড়পত্র দিতেও আর কোনো আপত্তি নেই। অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকার গুগল নিয়ন্ত্রিত চালকহীন প্রযুক্তিকে বাণিজ্যিক ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। আর এ বিশেষ প্রযুক্তি নিয়ন্ত্রিত গাড়ি তৈরিতে গুগলের সঙ্গী বিখ্যাত গাড়ি নির্মাতা টয়োটা।

বাংলাদেশ সময় ২১৫৫ ঘণ্টা, মে ৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।