এবারে গুগল নিয়ে এল চালকহীন গাড়ি। আর তাতে মিলল সরকারি ছাড়পত্র।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব মটোর ভেহিক্যাল (ডিএমভি) সূত্র জানিয়েছে, অনেক দিন থেকেই গুগল চালকহীন গাড়ি পরিচালনায় পরীক্ষা করে আসছিল। এবারে এ পরীক্ষার সফলতায় দেওয়া হলো আইনি ছাড়পত্র। এ ধরনের ছাড়পত্রকে ‘অটোনোমাস ভেহিক্যাল লাইসেন্স’ বলা হচ্ছে।
২০১২ সালে ১ মে থেকে এ ধরনের পরীক্ষার যুক্তরাষ্ট্র সরকারি অনুমতি পাওয়া যায়। তবে নেভিগেশন ঘরানার এ প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের জন্য এর কার্যকারিতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়ার প্রয়োজনীতা ছিল। তাই অপেক্ষা করতে হয়েছে আরও কিছুটা সময়।
এরই মধ্যে টয়োটা ‘প্রিয়ুস’ সিরিজের গাড়িতে এ প্রযুক্তির সফল ব্যবহার করা হয়েছে। স্টানফোর্ড অধ্যক্ষ এবং গুগলের সহসভাপতি সেবাস্টিয়ান ট্রুন জানান, গুগলে সেলফ ড্রাইভেন গাড়ি পরিচালনায় আছে ক্যামেরা, রাডার সেন্সর, লেজার এবং তথ্যভিত্তিক ডাটাবেজ। এসব কিছুর সমন্বয়েই নিরপদেই এ গাড়ি চলতে সক্ষম। এতে দুর্ঘটনাও অনেকাংশে কমবে বলে বিশ্লেষকেরা জানান।
সুদীর্ঘ পরীক্ষার কয়েকটি ধাপে এ প্রযুক্তি চূড়ান্ত সফলতা অর্জন করেছে। আর এ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের ছাড়পত্র দিতেও আর কোনো আপত্তি নেই। অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকার গুগল নিয়ন্ত্রিত চালকহীন প্রযুক্তিকে বাণিজ্যিক ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। আর এ বিশেষ প্রযুক্তি নিয়ন্ত্রিত গাড়ি তৈরিতে গুগলের সঙ্গী বিখ্যাত গাড়ি নির্মাতা টয়োটা।
বাংলাদেশ সময় ২১৫৫ ঘণ্টা, মে ৮, ২০১২