ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশেষ দিনে গুগলে ডুডল

মাহবুব আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ১০, ২০১২
বিশেষ দিনে গুগলে ডুডল

বিখ্যাত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টারের জন্মদিন পালন করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এ দিবস উপলক্ষে গুগলের হোম পেজে মিশরের ফারাও তুতেনখামেনের সমাধিটির আদলে ‘ডুডল’ সাজানো হয়।

এটি ছিল তার ১৩৮ তম জন্মদিন।

গুগল প্রায়ই বিভিন্ন বিখ্যাত ব্যক্তি ও দিবসের উদযাপন করতে নানা ‘ডুডল’ তৈরি করে থাকে। ১৩৮ বছর আগে ১৮৭৪ সালে হাওয়ার্ড ইংল্যান্ডের লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে মাত্র ৬৪ বছর বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন।

ব্যক্তি জীবনে কার্টার একজন চাকরিজীবি ছিলেন বলে জানা গেছে। তবে বিভিন্ন প্রত্নতাত্তিক নির্দশন তাকে খুবই আকৃষ্ট করতো। তরুণ বয়সে তিনি ‘প্রাচীন মিসরীয় সমাধিক্ষেত্র’ অনুসন্ধান করতে মিশরে যান।

এরপর সেখানে থাকাকালীন ১৮৯৯ সালের দিকে ইজিপশিয়ান অ্যান্টিকুইটিস সার্ভিসের (ইএএস) প্রধান পরিদর্শক নিযুক্ত হন।

তখন থেকেই নতুন কিছু খোঁজার তাগিদে অনেক অনুসন্ধান ও গবেষণার পর ১৯২২ সালে প্রায় তিন হাজার বছরের পুরোনো মিশরীয় ফারাও সম্রাট তুতেনখামেনের সমাধি আবিষ্কারের মাধ্যমে সফল হন হাওয়ার্ড কার্টার।

বাংলাদেশ সময় ১৫৪২ ঘণ্টা, মে ১০, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।