এবারে টিভি তৈরিতে চমক দেখালো স্যামসাং। নিয়ে এল পরবর্তী প্রজন্মের ওলেড টিভি।
স্যামসাং টিভি ইউনিটের প্রধান কিম হিউন সুক জানান, এ সময়ের লেড প্রযুক্তির পর এটি হচ্ছে আধুনিক সংস্করণ। অরগানিক লাইট ইমেটিং ডিওডি (ওলেড) প্রযুক্তি হচ্ছে পরিবেশবান্ধব প্রযুক্তি। এ মুহূর্তে ১৪০ সেন্টিমিটারের মডেল প্রদর্শন করা হয়েছে। তবে ভবিষ্যতে আরও কয়েকটি মডেলে এ ওলেড টিভি বাজারে বিপণন করা হবে।
আকর্ষণীয় কয়েকটি মডেলে এবং ফ্ল্যাট পর্দায় বাজারে আসবে স্যামসাং ওলেড টিভি। এ ধারায় প্রথমে এলসিডি, এরপর লেড এবং সবশেষ এল ওলেড প্রযুক্তির টিভি। কথাগুলো জানালেন স্যামসাং টিভি বিভাগের প্রধান কিম হিউন সুক।
এটিই ওলেড প্রযুক্তির প্রথম টিভি বলে স্যামসাং দাবি করেছে। এতে আছে সব আধুনিক ফিচার। অবয়বে খুবই। ওজনেও হালকা এ টিভির দাম নিয়ে স্যামসাং সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে এর বাণিজ্যিক বিপণন শুরু হবে এটা নিশ্চিত। এ প্রযুক্তির টিভি বাজারে এলে এলসিডি প্রযুক্তি ধীরে ধীরে বাজার থেকে হারিয়ে যাবে। এ মুহূর্তে স্মার্টফোনেও ওলেড প্রযুক্তির ব্যবহার হচ্ছে।
বাংলাদেশ সময় ১৯০৩ ঘণ্টা, মে ১০, ২০১২