নকিয়া এবারে দুটি ডুয়্যাল সিমের হ্যান্ডসেট প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান মোবাইল ফোনের চাহিদার বাজারে এ দুটি ফোন আবারও সাড়া ফেলবে।
নতুন দুটি ডুয়্যাল সিমের মডেল অচিরেই ইমার্জিং এশিয়ার আত্মপ্রকাশ করবে। এমনকি দিনক্ষণ ঠিক না করলেও ‘নকিয়া ১১০’ মডেল আসছে এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে। আর ‘নকিয়া ১১২’ মডেল আসছে তৃতীয় ত্রৈমাসিকে।
এরই মধ্যে ফিনিশি নির্মাতা নকিয়া ‘১১০’ মডেলের দাম ৩৫ ইউরো আর ‘১১২’ মডেলের দাম ৩৮ ইউরো হবে বলে জানিয়েছে। এ মুহূর্তে স্মার্টফোনের বাজারে বেশ পিছিয়ে আছে নকিয়া। তবে বেসিক এবং সাশ্রয়ী ফোনের কদর আর চাহিদা আছে বলে মনে করে শীর্ষ এ নির্মাতা।
এ দুটি ডুয়্যাল সিমের বেসিক ফোনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান বাজার চাহিদায় নতুন সমীকরণ আনবে নকিয়া। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভূটানের প্রত্যন্ত অঞ্চলে এসব বেসিক ফোনের দারুণ কদর আছে। আর এসব মডেলের কাটতিও ভালো। এমনটাই বলছেন সংশ্লিষ্ট বাজার বিশ্লেষকেরা।
বাংলাদেশ সময় ১৮৪২ ঘণ্টা, মে ১৫, ২০১২