ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের প্রথম অ্যাপল গ্যাজেট স্টুডিও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, মে ২২, ২০২৩
দেশের প্রথম অ্যাপল গ্যাজেট স্টুডিও

জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’ উদ্বোধন করলো তাদের প্রথম এক্সপেরিয়েন্স এবং অ্যাপল অনুমোদিত রিসেলার স্টোর ‘গ্যাজেট স্টুডিও বাই জি অ্যান্ড জি’। এই উদ্যোগটি দেশের অ্যাপলপ্রেমীদের জন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

সম্প্রতি রাজধানীর ‘বিটিআই ল্যান্ডমার্ক, ১৬ গুলশান এভিনিউ’ তে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে নতুন এই স্টুডিও।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের সিইও নুরে আলম শিমু জাহাঙ্গীর আলম সাচ্চু (পার্টনার) ও মোহাম্মদ আহসান কবির চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

এই স্টোর থেকে অ্যাপলভক্তরা আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল ওয়াচ, এয়ারপডস, আইম্যাক এবং অনুমোদিত অন্যান্য এক্সেসরিজ কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মে ২২, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।