সোশ্যাল সাইট টুইটার এখন থেকে ব্যবহারকারীদের ইনবক্সে পাঠাবে টুইটসহ বিভিন্ন প্রতিবেদন। নতুন ‘ইমেইল ডাইজেস্ট’ সেবা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চুড়ান্তভাবে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে টুইটার।
কিন্তু এ সেবা নিয়ে অনেক মতভেদ আছে। কেননা সামাজিক মাধ্যমগুলাতে তাৎক্ষণিক বিশেষ খবরের যথার্ততা নিয়ে অনেক অনিশ্চয়তা বিরাজ করছে। দৃষ্টিআরোপ করলে যে বিষয়টি প্রথমে উঠে আসে তা হচ্ছে সার্বজনীন যোগাযোগ রাখতেই বেশির ভাগ ব্যবহারকারীরা মাইক্রোব্লগিং সার্ভিস ব্যবহার করে।
এর আগে কানাডিয়ান সোশ্যাল নিউজ ‘সামিফাই’ কিনে নেয় টুইটার।
এছাড়াও টুইটার সাইটে একগুচ্ছ নতুন ফিচার যোগ হতে যাচ্ছে । এ মুহূর্তে ইমেইল ডাইজেস্ট সেবা চালু করেছে তারা যা সাপ্তাহিকভাবে ব্যবহারকারীদের ইনবক্সে মেইল পাঠাবে।
এতে করে ব্যবহারকারীরা সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়ে টুইট এবং প্রতিবেদনে প্রবেশের সুযোগ পাবে। যেগুলো তাদের বন্ধুদেরও শেয়ার করতে পারবে।
নতুন সেবার ব্যবহারবিধি ঠিক সম্প্রতিকালে মাইক্রোব্লগে যুক্ত ডিসকভার ট্যাব’র অনুরুপ। ব্যবহারকারীরা এর সংক্ষিপ্ত বিষয় জেনে সেই বিষয়ের শিরোনামে ক্লিক করে পড়তে পারবে। এছাড়া তাদের অনুসারীদের করা প্রাসঙ্গিক বিষয়ের টুইট সম্পর্কে জানতে পারবে।
উল্লেখ্য, বর্তমানে সেবাটি চালু করা হয়েছে, তবে পরিপূর্ণভাবে সব ব্যবাহারকারীদের ব্যবহারযোগ্য করে প্রকাশ করা হবে শীঘ্রই। নতুন এই সেবায় আরো থাকছে পছন্দের বিষয়, ইউজার অ্যাকাউন্টের নোটিফিকেশন সেটিং সেকশনের সাহায্যে সংবাদ বিজ্ঞপ্তির জন্য পছন্দ নিশ্চিত করতে পারবে ব্যবহারকারীরা ।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘন্টা, ১৬ মে, ২০১২
সম্পাদনা: এসজেডএম