ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আয়না এখন উচ্চ প্রযুক্তিসহ অ্যান্ডুয়েডে!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ১৯, ২০১২
আয়না এখন উচ্চ প্রযুক্তিসহ অ্যান্ডুয়েডে!

প্রযুক্তির ব্যবহার যেন কোনো খানেই বাদ থাকছেনা, সর্ব ক্ষেত্রেই কম-বেশি প্রযুক্তির ছোয়া রাখছে তথ্যপ্রযুক্তির উদ্ভাবকরা।

আয়না যা সাধারণত প্রতিবিম্ব দেখার কাজে ব্যবহৃত হয়।

সেই আয়না এবার উচ্চ-ক্ষমতার প্রযুক্তিপণ্য রুপে আবির্ভাব হয়েছে।

বর্তমানে গুগলের অ্যান্ড্রুয়েড ব্যবহৃত পণ্যের ব্যবহার বিশ্ব সমাদৃত,  সেলফোন থেকে শুরু করে টিভি সেটে এর ব্যবহার হচ্ছে।

তবে জাপানী উদ্ভাবকরা এ মুহূর্তে বিষ্ময়কর অপ্রচলিত আয়নার সুচনা ঘটিয়েছে যার অভ্যন্তরে মোবাইল অপারেটিং অ্যান্ড্রুয়েড স্থাপন করেছে। তাই এক মুহূর্তেই অনুমান করা যায় আয়না সাদৃশ্যের পণ্যটির কাজ অবশ্যই প্রচলিত কাজের মধ্যেই সীমাবদ্ধ নেই।

স্পর্শক-সহজযোগ্য পণ্যটির নির্মাতা জাপানের সেরাকু নামক প্রতিষ্ঠান । সেরাকু এর নাম দিয়েছে  ‌স্মার্ট ওয়াস বেসিন।

প্রস্ততকারী প্রতিষ্ঠানের বিবরণ অনুযায়ী পণ্যটি আবহাওয়া সম্পর্কে বিশদ তথ্য, খবরাদি  উপস্থাপন করতে সক্ষম। এছাড়াও সংযোগকৃত ওজন পরিমাপক যন্ত্রের মাধ্যমে ব্যবহারকারী তার ওজন জানতে পারবে। অ্যান্ড্রুয়েড ট্যাবলেট সংস্থাপিত পণ্যটি এলসিডি প্রযুক্তিতে প্রদর্শনক্ষম ।

পণ্যটির গঠনশৈলীতে ব্যবহৃত হয়েছে ‘প্রতিফলিত গ্লাসের সেমি ট্রান্সপারেন্ট পিস’ যা দারা এটি আচ্ছাদিত। ফলে অঙ্গভঙ্গি সনাক্ত করে  সেই অনুযায়ী ফলাফল প্রদর্শন করতে সক্ষম এটি।

সম্প্রতি ‘স্মার্ট ওয়াস বেসিন’ এর ব্যবহার শুধু নমুনা পণ্যে চলছে। ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই এটি ব্যাপক সংখ্যক তৈরি হচ্ছেনা।

এদিকে জাপানের নামকরা ‘ভার্জ’ এর রিপোর্ট বলছে সেরাকুর কর্মকর্তারা পণ্যটি নিয়ে খবুই আশাবাদী। যার ফলে স্মার্ট ওয়াস বেসিন এখন অর্ভথ্যনা কক্ষছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, ১৯ মে, ২০১২

সম্পাদনা: এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।