ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বের সেরা ব্র্যান্ড অ্যাপল!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ২২, ২০১২
বিশ্বের সেরা ব্র্যান্ড অ্যাপল!

বিশ্বের শীর্ষ ব্র্যান্ড অ্যাপল। দীর্ঘদিন ধরেই অ্যাপল সুখ্যাতির সঙ্গে এ অবস্থান ধরে রেখেছে।

বিশ্বের শীর্ষ ১০টি ব্র্যান্ডের মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। গবেষণামাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

আইফোন এবং আইপ্যাড নির্মাতা অ্যাপল ব্র্যান্ড ভ্যালুর হিসাবে ১৯ ভাগ অংশ দখলে রেখেছে। এ মুহূর্তে আর্থিক সমীকরণে ১৮ হাজার ৩০০ কোটি ইউএস ডলারের প্রতিষ্ঠান হয়ে উঠেছে অ্যাপল।

ব্র্যান্ড বিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান ব্র্যান্ডজ সূত্র জানিয়েছে, অর্থের হিসাবে ৩৭ ভাগ বাজার দখলে নিয়েছে অ্যাপল। এদিকে এ গবেষণার সপক্ষে দাঁড়িয়েছে আরেক বাজার-গবেষণা সংস্থা মিলওয়ার্ড ব্রাউন।

এদিকে আইপিও পদ্ধতির মাধ্যমে বিশ্বের শেয়ারবাজারে ফেসবুক এখন শক্ত অবস্থানে। বিশ্বের শীর্ষ ১০০টি শেয়ারের মধ্যে ফেসবুক একটি। আর আর্থিক মূল্যমানে ফেসবুকের ভ্যালু এখন ৮ হাজার ২০০ কোটি ডলার। ব্র্যান্ড ভ্যালুর বাড়ার কারণেই শেয়ারবাজারে শক্ত অবস্থান নিয়েছে ফেসবুক।

নতুন বাজার-গবেষণায় বিশ্বের সেরা ১০টি ব্র্যান্ডের মধ্যে সাতটিই আছে প্রযুক্তির দখলে। এর মধ্যে ম্যাকডোনাল্ডস চতুর্থ আর কোকা-কোলা আছে ষষ্ঠ অবস্থানে। তবে সব কিছুকে ছাপিয়ে অ্যাপলই এখন শীর্ষ ব্র্যান্ড।

বাংলাদেশ সময় ২০০১ ঘণ্টা, মে ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।