১৯৯ ডলারে ট্যাব আনছে এনভিডিয়া। এমন ঘোষণায় ট্যাবপ্রেমীরা দারুণ খুশি।
এবারের গ্রীষ্মেই বাজারে আসছে এ ১৯৯ ডলারের ট্যাব। গুজবের সময় এ খাতে বিনিয়োগের অঙ্ক নিশ্চিত না হওয়ায় এনভিডিয়া মুখ খোলেনি। তবে বিনিয়োগ নিশ্চিত হওয়ার উৎপাদনও দ্রুতই শুরু হবে বলে জানানো হয়।
এনভিডিয়ার সহ-সভাপতি রব জানান, এনভিডিয়া ট্যাব প্ল্যাটফর্ম কাই নিয়ে কাজ শুরু করেছে। এ দামের ট্যাবের বৈশিষ্ট্য হচ্ছে কোয়াড-কোর টেগ্রা-৩ সিস্টেম অন চিপ। এটি অ্যানড্রইড সংস্করণের আইস ক্রিম স্যান্ডউইচের কোয়াড-কোর আদলের পণ্য হিসেবে বাজারে প্রবেশ করবে।
আধুনিক ফিচার আর সুবিধাগুলো নিশ্চিত করার পরও এ ট্যাবের দাম ১৯৯ ডলার না ছাড়িয়ে যায় এ জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে। এ মুহূর্তে কিনডল ফায়ার একই দামের ট্যাব নিয়ে কাজ করছে।
এ ধরনের বাজেটে ট্যাবের প্রথম ঘোষণা অ্যামাজনের কাছ থেকেই প্রথম আছে। এরপর অনেক নির্মাতাই এ পথের অনুসারী হয়।
এ মুহূর্তে ১৯৯ ডলারে ট্যাবের বাস্তবতা অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু এ বছরের শেষভাগে এসে এ পণ্যের নাটকীয় উপস্থিতি মোটেও অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেবে না। বাজার বিশ্লেষকেরা এমন কথাই বলছেন।
বাংলাদেশ সময় ২২০১ ঘণ্টা, মে ২৪, ২০১২