ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৮টি দেশে গ্যালাক্সি ‘এস৩’

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ২৯, ২০১২
২৮টি দেশে গ্যালাক্সি ‘এস৩’

এবারে বিশ্বের ২৮টি দেশে একযোগে গ্যালাক্সি সিরিজের তৃতীয় স্মার্টফোনের ‘এস৩’ বাণিজ্যিক বিপণন ঘোষণা করল স্যামসাং। এ মুহূর্তে এটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

গত এপ্রিলে লন্ডনে প্রথমবার আত্মপ্রকাশ করে গ্যালাক্সি এস৩। এবারের তালিকায় তাই স্থান পেয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং সংযুক্ত আরব-আমিরাতের অন্তর্ভুক্ত শহরগুলো।

আগামী জুলাই মাসের মধ্যে বিশ্বব্যাপী ২৯৬টি ওয়্যারলেস বিপণন প্রতিষ্ঠানের মধ্যে গ্যালাক্সি ‘এস৩’ মডেল বাজারে প্রবেশ করবে। এটি ফেস রিকগনিশন প্রযুক্তির অন্যতম স্মার্টফোন বলেও দাবি করেছে স্যামসাং।

এ ছাড়াও ভয়েস অ্যাকটিভেট নিয়ন্ত্রণ মাধ্যমে ভিডিও এবং ইমেইল উপভোগ করা যাবে। গ্যালাক্সি এস৩ মডেলের মূল পর্দা ৪.৮ ইঞ্চি (১২.২ সেন্টিমিটার)। এ গ্যালাক্সি এস২ মডেলের তুলনায় ২২ গুণ বড়। এমনকি ভোক্তা চাইলে অটোমেটিক শাটডাউনও হবে চোখের ইশারায়।

এ বছরের প্রথম ত্রৈমাসিকে ৪ কোটি ৪৫ লাখ স্মার্টফোন বিক্রি করে রেকর্ড গড়েছে স্যামসাং। একই সময়ে অ্যাপল ৩ কোটি ৫১ লাখ আইফোন বিক্রি করেছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান এমন তথ্যই দিয়েছে। এ হিসাবে প্রথম ত্রৈমাসিকে স্মার্টফোন বিশ্বে স্যামাসং পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

আসছে আইফোন৫ এর বাজারে শক্ত প্রতিপক্ষ হচ্ছে গ্যালাক্সি এস৩। সুতরাং অ্যাপল যত দেরিতে আইফোন৫ প্রকাশ করবে স্যামসাং গ্যালাক্সি এস৩ নিয়ে ততই শক্ত অবস্থানে পৌঁছে যাবে। সব মিলিয়ে অ্যাপল আর স্যামসাংয়ের বাজার দ্বন্দ্বে এখন স্যামসাংই সেরা। এমনটাই বলছেন স্মার্টফোন বাজার বিশ্লেষকেরা।

এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার এ স্মার্টফোন নির্মাতা টপকে গেছে বিশ্বের শীর্ষ মোবাইল ফোন নির্মাতা নকিয়াকে। এবার তাই লড়াইটা জমেছে অ্যাপলের সঙ্গেই। এ দৌঁড়ে অ্যাপল আবারও নিজেকে শীর্ষে নিতে পারবে কি না তা সময়ের হাতেই ছেড়ে দিতে হচ্ছে।

বাংলাদেশ সময় ২০৫৯ ঘণ্টা, মে ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।