ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশি স্মার্টের সঙ্গে হুয়াওয়ে

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, মে ৩০, ২০১২
দেশি স্মার্টের সঙ্গে হুয়াওয়ে

হুয়াওয়ের সঙ্গে দেশের স্মার্ট টেকনোলজিস বিডি চুক্তি সই করেছে। দুটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই এ চুক্তি স্বাক্ষরিত হয়।



এ চুক্তির আওতায় এখন থেকে বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ব্রান্ডের সব মোবাইল ব্রডব্যান্ড (মডেম) এবং ঘরোয়া পণ্য বিপণন করবে দেশের স্মার্ট টেকনোলজিস।

স্মার্ট টেকনোলজিসের হয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং হুয়াওয়ে টেকনোলজিসের পক্ষে প্রতিষ্ঠানটির চ্যানেল সেলস ডিরেক্টর জাস্টিন জিয়াং চুক্তি সই করেন।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিরসাদ হোসেন এবং হুয়াওয়ে টেকনোলজিসের চ্যানেল সেলস ম্যানেজার রাশেদুর রহমান ও মার্কেটিং ম্যানেজার এমরানুল হক।

বাংলাদেশ সময় ২২২৮ ঘণ্টা, মে ৩০, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।