সনি এক্সপেরিয়া স্মার্টফোন সিরিজে যুক্ত হচ্ছে নতুন দুটি পণ্য । একটির নাম এক্সপেরিয়া গো।
সূত্র মতে, অ্যাক্রো এস ব্যবহারকারীরা ৪.৩ ইঞ্চি পর্দায় কাজ করতে পারবে। এ পণ্যের মুল ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। আর এক্সপেরিয়া গোর পর্দা আগেরটির চেয়ে ছোট অর্থাৎ ৩.৫ ইঞ্চি এবং ৫ মেগাপিক্সেলেন স্ন্যাপার। এ ছাড়া উভয় পণ্যই ধুলোবালি এবং পানি প্রতিরোধক।
সনি সূত্র জানিয়েছে, অ্যাক্রো এস হচ্ছে তাদের সর্বাধুনিক উচ্চ ক্ষমতার পণ্য। এর পরিচালনায় আছে ১.৫ গিগাহার্টজ ডুয়্যাল কোর সিপিইউ। ৪.৩ ইঞ্চি পর্দায় ১২৮০ বাই ৭০ মেগাপিক্সেল সমন্বয় করা হয়েছে। এ পণ্যের প্যাকে যুক্ত অন্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে ১.৩ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা, র্যাম ১ জিবি, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ১৯১০ এমএএইচ ব্যাটারি। এ ছাড়া গেমিংয়ের জন্য প্লেস্টেশন সুবিধা নিশ্চিত করা হয়েছে। এটি অ্যানড্রইডের সবশেষ ৪.০ সংস্করণে পরিচালিত।
তুলনামুলক ছোট পর্দার এক্সপেরিয়া গোর প্যাকে আছে ১ গিগাহার্টজ ডুয়্যাল কোর সিপিইউ। সনি জানিয়েছে এটি অ্যাক্রো এসয়ের মতো নয়। কেননা এর পরিচালনায় আছে অ্যানড্রইড ২.৩ সংস্করণ (জিঙ্গারবোর্ড)। সার্বজনীন নতুন দুইটি পণ্য পাওয়া যাবে এ বছরের তৃতীয়ার্ধে। অবশ্য দামের বিষয়ে সনি সুস্পষ্ট তথ্য দেয়নি।
বাংলাদেশ সময় ১৫৩১ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর