ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিটিসেলের পকেট রাউটার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জুন ১২, ২০১২
সিটিসেলের পকেট রাউটার

ঢাকা: মাই ফাই নামের পকেট ওয়্যারলেস রাউটার বাজারে এনেছে মোবাইল অপারেটর সিটিসেল। এরইমধ্যে গ্রাহকদের কাছ থেকে এটি নিয়ে ব্যাপক সাড়াও পাওয়া গেছে।

সহজে বহনযোগ্য এ রাউটার ব্যবহার করে যেকোনো স্থানে খুব সহজেই ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করা যায়।

উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থিত এ রাউটার দিয়ে একই সঙ্গে পাঁচটি ডিভাইসে(আই ফোন, ট্যাবলেট ল্যাপটপসহ ওয়াইফাই ডিভাইস) ইন্টারনেট ব্যবহার করা সম্ভব।

এটি ঘরের ভেতরে সর্বোচ্চ ৩০ মিটার আর বাইরে ৫০ মিটার পর্যন্ত কাজ করতে পারে।   ইউএসবি পোর্ট সুবিধা যুক্ত থাকায় এটিকে প্রয়োজনে মডেম হিসেবেও ব্যবহার করা সম্ভব।

সিটিসিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী বলেছেন, সম্প্রতি চালু হওয়া ওয়াই ফাই পকেট রাউটার ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রডাক্টের মাধ্যমে গ্রাহকরা ওয়াই ফাই জোনে দ্রুত গতির মোবাইল ব্রডব্যান্ড সার্ভিসের সুবিধা উপভোগ করছেন। সব সময়ের মতো গ্রাহকের পরিবর্তনশীল চাহিদা পূরণের লক্ষে সিটিসেলের চেষ্টা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১১
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।