ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিটিভিতে মহাকাশ বিজ্ঞান নিয়ে অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ১৬, ২০১২

ঢাকা: ‘মহাজাগতিক’ নামের মহাকাশ বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান শুরু হচ্ছে জিটিভিতে। ১৭ জুন থেকে প্রতি রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

ট্যালেন্ট মিডিয়ার অনুষ্ঠানটি নির্মাণে নির্দেশনা দিয়েছেন রিপন নাগ। সমন্বয়ক শাফায়াত আজাদ।

এ অনুষ্ঠানে গ্যালাক্সি, ব্লাক হোল, স্পেস এলিভেটর, চাঁদে এবং মহাশূন্যে বসবাস, কসমিক ক্যালেন্ডার, সৌরঝড় ছাড়াও নানা মজার বিষয় নিয়ে আলোচনা করা হবে।

এ আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী এবং বিজ্ঞান লেখকরা। এদের মধ্যে আছেন ড. আলী আজগর, ড. এআর খান, এফআর সরকার , ড. ফারসীম মান্নান মোহাম্মদী, ড. মফিজ উদ্দিন আহমেদ, ড. আরশাদ মোমেন, ড. রেজাউর রহমান এবং সৈয়দ আশরাফ উদ্দিন শুভ।

সাধারণ মানুষ বিশেষ করে স্কুল বা কলেজের শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান বা বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এ অনুষ্ঠান বিশেষ সহায়ক হবে বলে অনুষ্ঠান নির্মাতারা জানিয়েছেন।

বাংলাদেশ সময় ১৮১০ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এটি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।