ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ১৬, ২০১২
ফেসবুক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

এবারে ফেসবুক ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রধান কারিগরি কর্মকর্তা ব্রেট টেইলর। ব্যক্তিগত কারণ নয়, নিজেই উদ্যোক্তা হিসেবে নতুন সোশ্যাল নেটওয়ার্ক প্রতিষ্ঠা করার কথা জানিয়েছেন ব্রেট।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

ইনিসিয়াল পাবলিক অফারিংয়ে (আইপিও) আসার পরই ব্রেট ফেসুবক পেজ থেকে নিজের পরিচয়পৃষ্ঠা মুছে ফেলেন।

শীর্ষ পদ থেকে চলে যাওয়া প্রসঙ্গে ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ ইমেইলে জানান, ব্রেটের সঙ্গে কাজ করা সত্যিই দারুণ মজার। একজন বন্ধু এবং দলকর্মী হিসেবে ব্রেট ছিলেন অসাধারণ ব্যক্তি।

ফেসবুকের জন্য তাঁর অবদান সত্যিই মনে রাখার মতো। উন্নয়ক দলের প্রধান হিসেবে ফেসবুক সব সময়ই তাঁর কাছে কৃতজ্ঞ থাকবে। ভবিষ্যতে ব্রেট ভালো কিছু করবেন বলেই জুকারবার্গ দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময় ১৮৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।