ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপলকে টেক্কা দিচ্ছে মাইক্রোসফট

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০১২
অ্যাপলকে টেক্কা দিচ্ছে মাইক্রোসফট

সফটওয়্যার জায়েন্ট মাইক্রোসফট এবার অ্যাপল আইপ্যাডের সঙ্গে লড়তে নিজস্ব ট্যাবলেট আনার প্রস্তুতি নিচ্ছে বলে। এটা আপাতত গুজব।

এমনই কথা রটেছে। বাজার গবেষণা অনুযায়ী এ মুহূর্তে ট্যাবলেট পণ্যের বাজারের নেতৃত্ব দিচ্ছে অ্যাপল। তাই অ্যাপলকে দমানোর উদ্দেশ্যে মাইক্রোসফট হঠাৎ করেই ঘুরে দাড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানের এ গুজবের সবচেয়ে বড় ইন্ধন স‍াংবাদিক সম্মেলন। কেননা আগামী ১৮ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স‍াংবাদিক সম্মেলনের লক্ষ্যে আমন্ত্রণ পাঠানোর ওপর ভিত্তি করে গুজবটি আরও গুরুত্ব পাচ্ছে। এখানে মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ ঘোষণা করার কথা আছে।

মাইক্রোসফটের এ আমন্ত্রণের পেছনে আছে সুবিধাযোগ্য এ পণ্যের অধিক লাভজনক বাজারে নিজস্ব ট্যাবলেট আনার পরিকল্পনা।

‘অপারেটিং সিস্টেম’ নিয়ে মাইক্রোসফট পুরো বিশ্বই শাসন করেছে। বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফট আবারও ঘুরে দাঁড়াতে চাইছে। এতে নিজস্ব সুকৌশলী ট্যাবলেট পণ্য দিয়ে আইপ্যাডকে চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে।

এরই মধ্যে গুগলকে নিয়েও গুজব ছড়িয়েছে। ট্যাবলেট অ্যারিনা এখন গুগলের লক্ষ্যবস্ত। তাই আসুসের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রয়াসে গুগল নিজেকে তৈরি করছে। পণ্যটি সদ্য সমাপ্ত তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে দেখানো হয়। এটি উন্মোচনের আনুষ্ঠানিক দিনক্ষণ এ মাসের শেষে নির্ধারণ করা হয়েছে।

এদিকে শিল্পপ্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, উইন্ডোজ আরটি চালিত এআরএমভিত্তিক ট্যাবলেট খুব সম্ভবত প্রকাশ পাচ্ছে। মাইক্রোসফটের এটি প্রথম ব্যান্ড ট্যাবলেট হওয়ায় কর্মক্ষমতা ভাল হবে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে আলোচকদের মন্তব্য, ট্যাবলেটকে অসম্পূর্ণ রাখতে মাইক্রোসফট নতুন পদ্ধাতি অনুসরণ করবে।

বাংলাদেশ সময় ১৩৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।