গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে অনুষ্ঠিত হলো ইউএস বাংলাদেশ টেকনোলজি সামিট২০১০। এবারের ভেন্যু নিউইয়ার্কের টাইম স্কায়ারের ম্যারিয়ট মারক্যুইস হোটেল।
এবারের সম্মেলনে অর্থনৈতিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির গুরত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা হয়। শুধু আলোচনা নয়, সমস্যাগুলোর সমাধানে উদ্যোগের বিষয়গুলোও আলোচিত হয়। এছাড়াও ‘বিল্ডিং ডিজিটাল বাংলাদেশ: পার্টনারিং উইথ নন-রেসিডেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান উপস্থিত ছিলেন। এ সেমিনারের মূখ্য সঞ্চালক ছিলেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন আউটসোর্সিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা।
আয়োজক সূত্র জানিয়েছে, বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগবান্ধব পরিবেশের বিভিন্ন সুযোগ-সুবিধার দিকগুলো তুলে ধরা হয় এ সেমিনারে।
বাংলাদেশ স্থানীয় সময় ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০