ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভার্তু বিক্রি করছে নকিয়া

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুন ১৮, ২০১২
ভার্তু বিক্রি করছে নকিয়া

এবারে লাক্সারি ব্র্যান্ড ভার্তুর মালিকানা ছাড়ছে নকিয়া। এরই মধ্যে ব্যবসায়িক বোঝাপড়া সম্পন্ন হয়েছে।

তবে কি পরিমাণ অর্থের বিনিময়ে নকিয়া বিলাসবহুল এ ব্র্যান্ড প্রতিষ্ঠান হাতছাড়া করছে তা এখনো আড়ালে আছে। সুত্র মতে, ভার্তু বিক্রি করলেও এর ১০ ভাগ অধিকার অব্যাহত থাকবে নকিয়ার।

ব্যবসায়িক অবস্থা মন্দা হওয়ার কারণে নামকরা এ মোবাইল নির্মাতা এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা। কারণ স্মার্টফোনের এ যুগে নকিয়ার বাজার অবস্থা শোচনীয়।

ভার্তুর মালিকানা বিক্রি প্রসঙ্গে ফিনিশ নির্মাতা নকিয়া সূত্র জানিয়েছে, যেকোনো মুহূর্তে সম্পূর্ণভাবে এটি চুক্তি সম্পন্ন হবে। এ ছাড়া ‘ইকুইটি ভিআই’ বিলাসবহুল মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানকে কিনে নিচ্ছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয় নকিয়া । এটি ইউরোপীয়ান ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান।

কিন্তু ভার্তুর পথচলা এখানেই শেষ নয়, কেননা ঠিক আগের মতো এখনো চমৎকারভাবে অধীর আগ্রহ নিয়ে এর কার্যক্রম চলছে। সূত্র মতে, লেনদেন যদিও পাকাপাকি। কিন্তু এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যন্ত মালিকানা ক্ষমতার প্রভাব দেখা যাবে না। কারণ এখন থেকে আরও কিছু সময় হাতে থাকছে।

ভার্তুর সভাপতি পেরি ওস্টিং জানান, ১৯৯৮ সালে ভার্তুর যাত্রা শুরু। আমাদের ব্যবসা প্রতিবছরেই অগ্রসর হচ্ছে। কারণ আমাদের প্রচেষ্টা ও বিচক্ষণ কর্মশক্তির প্রভাব বিস্তার করছে। এ ছাড়া স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত পণ্য ও সেবা গ্রাহকদের জন্য যুক্ত করেছি। আমরা বিশ্বাস করি ‘ইকুইটি ভিআই’ ভার্তুর এ অবস্থান ধরে রাখতে সব সময় নজর রাখবে।

এরই মধ্যে অভিযোগকৃত ভার্তু উইন্ডোজ ফোন ৮ স্মার্টফোনের ছবি ফাঁস হয়েছে। এর যথার্ততা নিয়ে এখনো প্রশ্ন বিদ্যমান। তাই এখনকার মালিকানা পরিবর্তনে নতুন সুযোগ আসবে। ২০ জুন পর্যন্ত অপেক্ষায় থাকলে এর রহস্যের জট খুলবে। এদিন মাইক্রোসফটের নতুন উইন্ডোজ ফোন ৮ চুড়ান্তভাবে প্রকাশ হওয়ার কথা আছে।

বাংলাদেশ সময় ১৪২০ ঘন্টা, জুন ১৮, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।