ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে উইকিমিডিয়ার বৈঠক

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০১২
ভারতে উইকিমিডিয়ার বৈঠক

ভারতের রাজধানী নয়া দিল্লিতে উইকিমিডিয়া ইন্ডিয়ার কার্যালয়ে উইকিপিডিয়ার বাংলাদেশি স্বেচ্ছাসেবক বাংলা উইকিপিডিয়ানদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন।

এ বৈঠকে বাংলা উইকিপিডিয়ার (http://bn.wikipedia.org) নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এতে বাংলা উইকিপিডিয়ায় কীভাবে আরও নতুন উইকিপিডিয়ানদের যোগ করা যায় এ বিষয়ে আলোচনার সঙ্গে নিত্যনতুন বেশ কিছু প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

এ বৈঠকে বাংলা উইকিপিডিয়া থেকে কোনো ধরনের প্রকল্প শুরু করা যেতে পারে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে বাংলা উইকিপিডিয়ান নুরুন্নবী চৌধুরী হাছিব, জাহিদ হোসাইন খান আশা এবং বায়েজিদ ভূঁইয়া জুয়েল যোগ দেন।

এ বৈঠকে উইকিমিডিয়া ভারতের পরামর্শক অ্যালেক্স সিজু, নিতিকা টেন্ডেন, নূপুর রিভাল, সুভাশিষ পানিগ্রাহী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৭৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।