ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এশিয়ায় প্রথম ‘টাফপ্যাড’

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০১২
এশিয়ায় প্রথম ‘টাফপ্যাড’

সুদীর্ঘ সময় পরে হলেও অ্যানড্রইডভিত্তিক ট্যাবলেট নিয়ে বাজারে এল প্যানাসনিক। নাম ‘টাফপ্যাড’।

বিশ্বব্যাপী ট্যাবলেট পিসির প্রতিযোগিতায় এটি নতুন দ্বন্দ্ব তৈরি করবে। এমনটাই বলছেন পণ্য বিশ্লেষকেরা।

এরই মধ্যে এশিয়ার বাজারে এ ট্যাবটি আত্মপ্রকাশ করেছে। সিঙ্গাপুরের এটি আনুষ্ঠানিকভাবে ১৯ জুন উন্মোচন করেছে প্যানাসনিক। এটি প্যানাসনিকের প্রথম ট্যাব। এওয়ান মডেলের এ টাফপ্যাডটি ঘিরে এশিয়ার দারুণ বাজার চাহিদা তৈরি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের বাজারে এ পণ্যটি প্রথম আত্মপ্রকাশ করে। বিশ্বের চাহিদা পূরণে এ পণ্যটির উৎপাদন এ বছরের শেষ নাগাদ হাতে পৌঁছাবে। প্যানাসনিকের নির্বাহী সূত্র এ তথ্য জানিয়েছে।

প্যানাসনিকের এশিয়া প্যাসেফিক গ্রুপের পরিচালক সাতোশি মিজোবাতা জানান, ট্যাবলেট পিসিতে অ্যানড্রইড অভিজ্ঞতা। এটা সত্যিই দারুণ। এটি এ বিকশিত মাধ্যমকে আরও বেশি সমৃদ্ধ করবে বলেই সাতোশি জানান।

বাংলাদেশ সময় ২২৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।