সুদীর্ঘ সময় পরে হলেও অ্যানড্রইডভিত্তিক ট্যাবলেট নিয়ে বাজারে এল প্যানাসনিক। নাম ‘টাফপ্যাড’।
এরই মধ্যে এশিয়ার বাজারে এ ট্যাবটি আত্মপ্রকাশ করেছে। সিঙ্গাপুরের এটি আনুষ্ঠানিকভাবে ১৯ জুন উন্মোচন করেছে প্যানাসনিক। এটি প্যানাসনিকের প্রথম ট্যাব। এওয়ান মডেলের এ টাফপ্যাডটি ঘিরে এশিয়ার দারুণ বাজার চাহিদা তৈরি হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের বাজারে এ পণ্যটি প্রথম আত্মপ্রকাশ করে। বিশ্বের চাহিদা পূরণে এ পণ্যটির উৎপাদন এ বছরের শেষ নাগাদ হাতে পৌঁছাবে। প্যানাসনিকের নির্বাহী সূত্র এ তথ্য জানিয়েছে।
প্যানাসনিকের এশিয়া প্যাসেফিক গ্রুপের পরিচালক সাতোশি মিজোবাতা জানান, ট্যাবলেট পিসিতে অ্যানড্রইড অভিজ্ঞতা। এটা সত্যিই দারুণ। এটি এ বিকশিত মাধ্যমকে আরও বেশি সমৃদ্ধ করবে বলেই সাতোশি জানান।
বাংলাদেশ সময় ২২৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০১২