ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চীন অবমুক্ত করেছে তাওবাও সার্চ ইঞ্জিন

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০
চীন অবমুক্ত করেছে তাওবাও সার্চ ইঞ্জিন

চীনের বৃহৎ এবং জনপ্রিয় ই-কমার্স সাইট তাওবাও তথ্যসহ ই-শপিংয়ে নতুন ওয়েব সার্চ ইঞ্জিন অবমুক্ত করেছে। এ সার্চ ইঞ্জিনের নাম ইতাও।

অনলাইন বাণিজ্যেয় এবং ভোক্তাদের আকৃষ্ট করার লক্ষে নতুন এ সাইট অবমুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ মুহূর্তে ইতাও সার্চ ইঞ্জিনের পরীক্ষামূলক সংস্করণ অবমুক্ত করা হয়েছে। তাওবাও এর মুখপাত্র জানিয়েছেন, ইতাও এর সাইটের মাধ্যমে ই-কমার্সভিত্তিক তথ্য খোঁজা ছাড়াও যে কোনো তথ্য খোঁজা যাবে। এজন্য মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ের উপর ভিত্তি করে এ সাইট তৈরি করা হয়েছে।

চীনে ই-কমার্সভিত্তিক ওয়াল স্ট্রিটয়ের বাইদু সাইটের জনপ্রিয়তা শতকরা ৬০ ভাগ। তাই মাইক্রোসফট বিংকেই ইতাও মূল প্রতিযোগী মনে করছে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।